খেলাধুলা ব্রেকিং নিউজ

তৃতীয় টেস্টের প্রথম দিনেই ভারতের ব্যাটিং বিপর্যয়

তৃতীয় টেস্টে অজি স্পিন বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন ভারতীয় ব্যাটাররা। তিন স্পিন বোলারের দাপটে মাত্র ১০৯ রানেই শেষ ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে খোয়াজা ও লেবুশানের ব্যাটে ভর করে প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দুটি টেস্টে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে অস্ট্রেলিয়া? নাকি তৃতীয় টেস্টেও দাপট দেখাবে ভারত! আর তৃতীয় টেস্টের প্রথম দিনেই প্রত্যাবর্তনের ইঙ্গিত দিল স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অজি দল।

খারাপ পারফরমেন্সের জন্য তৃতীয় টেস্টে প্রথম দল থেকে বাদ পড়েন কে এল রাহুল। এদিন ইন্দোরে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রাহুলের পরিবর্তে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হন শুবমন গিল। কিন্তু ভরতের অস্ত্রেই এদিন বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিলেন স্টিভ স্মিথের ছেলেরা।

এদিন ভারতের বিরুদ্ধে দুরন্ত বোলিং করলেন ম্যাট কুনেম্যান। যদিও ভারত সফরে কুনেম্যানকে দলে রাখেনি অজি থিঙ্ক ট্যাঙ্ক। প্রথম টেস্টে ভারতীয় স্পিন বোলিংয়ের কাছে ধরাশায়ী হওয়ার পর দেশ থেকে তড়িঘড়ি উড়িয়ে আনা হয় তাঁকে। দ্বিতীয় টেস্টে নজর টানতে ব্যর্থ হলেও তৃতীয় টেস্টের প্রথম দিনেই জাত চেনালেন বাঁ হাতি অজি স্পিনার। ভারতকে প্রথম দিনেই মাত্র ৩৩.৩ ওভারে অল আউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ওয়েস্ট কোস্টের এই স্পিনার। মাত্র ১৬ রানে তুলে নিলেন ভারতের ৫ টি গুরুত্বপূর্ন উইকেট। শুরুটা পজিটিভ হলেও দ্রুত ভারতের দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিনের প্রথম ঝটকা দেন কুনেম্যান। যা থেকে আর প্রত্যাবর্তন করতে পারেননি রোহিতরা।

অপরদিকে ১০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজি ব্যাটিং লাইনআপ। জাদেজার বলে মাত্র ৯ রান করে ফেরেন হেড। এরপর দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ওসমান খোয়াজা ও মার্নাস লাবুশানে।