ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স। এবার কেরলের ত্রিশূরে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল কেরল সরকার। জানা গিয়েছে, ওই যুবক ২২ জুলাই সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন। সেখানে থাকাকালীনই তাঁর মাঙ্কিপক্স টেস্ট রিপোর্ট পজিটিভ ছিল।
এরপর কেরলে ফিরে তিনি ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই তাঁর নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই স্পষ্ট হবে যে, ওই যুবক আদৌ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন কিনা।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তাঁর নমুনা কেরলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
যদিও এ বিষয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রীর দাবি, “ওই যুবকের শরীরে মাঙ্কিপক্সের কোনও উপসর্গ ছিল না। এনসেফালাইটিসের উপসর্গ আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে ওই যুবকের পরিবারের দাবি সংযুক্ত আরব আমিরশীতে নাকি তাঁর মাঙ্কিপক্সের রিপোর্ট পজিটিভ এসেছিল। বিষয়টি হাসপাতালকে জানিয়েছিল তাঁর পরিবার।”
পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই আশ্বাস দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। ভারতে প্রথম কেরলেই মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। এখনও পর্যন্ত দেশে চারজন আক্রান্তের খোঁজ মিলেছে। যার মধ্যে তিনজনই কেরলের বাসিন্দা।