দেশ লিড নিউজ

Modi Title Case : সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সদস্যপদ পুনরুদ্ধার করল লোকসভার সচিবালয়। সোমবার কেরলের ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধীর সদস্যপদ পুনরুদ্ধার করেছে লোকসভা সচিবালয়। ফের রাহুল ফিরে পেলেন নিজের সাংসদ পদ। এ বিষয়ে সোমবার লোকসভার সচিবালয় থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

স্পিকারের এই পদক্ষেপের পর রাহুলের অনাস্থা প্রস্তাবে অংশ নেওয়ায় আর কোনও বাধা রইল না।

প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে অনভিপ্রেত মন্তব্যের জন্য দোষীসাব্যস্ত হয়েছিলেন রাহুল গান্ধী। এরপর মার্চ মাসে লোকসভা থেকে তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। কিন্তু, গত শুক্রবার রাহুলকে দোষী সাব্যস্ত করে গুজরাটের আদালত যে রায় দিয়েছিল তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপই সোমবারই নিজের সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী।