দেশ ব্রেকিং নিউজ

মানুষকে বিভ্রান্ত ও বিভাজন করতেই মোদী সরকারের মহিলা সংরক্ষণ বিল: রাহুল

লোকসভা ও রাজ্যসভা-সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে বহু বিতর্কিত মহিলা সংরক্ষণ বিল। এবার লোকসভা ভোট ও পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে জাতি গণনার দাবি নিয়ে মোদি সরকারের উপর আরও চাপ তৈরি করতে নেমে পড়ল কংগ্রেস।

শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধি মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে বলেন, “মোদি সরকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এই মহিলা সংরক্ষণ আইন আগামী দশ বছরেও বাস্তবায়িত হবে না। এই বিলের ফলে অন্যান্য অনগ্রসর শ্রেণি তথা ওবিসি মহিলাদের কোনও উপকার হবে না। সুতরাং এক, মহিলা সংরক্ষণের মধ্যেই ওবিসি মহিলাদের সংরক্ষণ দেওয়া হোক এবং দুই এই আইন এখনই বাস্তবায়িত হোক। সরকার দেশের সামনে এই বিল পেশ করল কিন্তু এটা ১০ বছর বাদে কার্যকর করবে।”

একইসঙ্গে রাহুল এদিন বলেন, “প্রধানমন্ত্রী মোদি নিজে ওবিসি। বিজেপি ওবিসিদের ক্ষমতায়নের উপর অতীতেও বড় বড় কথা বলে। কিন্তু বাস্তব হল, ওবিসিদের আর্থ সামাজিক উন্নতি ও ক্ষমতায়ণের উদ্দেশে সরকার কিছু করেনি। এটা শুধুমাত্র বিভ্রান্ত করা ও বিভাজনের চেষ্টা।”