তিনি রাজনীতির চেনা মুখ। জনপ্রিয়তা নেহাত কম নয়। কিন্তু তিনি নাকি নিখোঁজ! তাঁকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না! সন্ধান চেয়ে পড়ল পোস্টার।
রাজ্য রাজনীতির প্রধান বিরোধী মুখ শুভেন্দু অধিকারী। এবার সেই রাজ্যের বিরোধী দলনেতার কার্টুন চিত্র অঙ্কন করে দাবি করা হল তিনি নাকি নিখোঁজ। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি তার চেহারার বিবরণ সহ নিরুদ্দেশ সংবাদ দিয়ে পোস্টার পড়ল ব্যারাকপুরে। সৌজন্যে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আই টি সেল।
বৃহস্পতিবার ব্যারাকপুরে ওয়ারলেস গেটে কল্যাণী এক্সপ্রেসের পাশে দেখা গেল একটি নিরুদ্দেশ সংবাদ সংক্রান্ত পোস্টার। সেখানে লেখা রয়েছে, দেখতে গোলগাল নাদুস নুদুস, বাড়ির ঠিকানা কাঁথি। এমন কোন ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। রুপ দেখতে গোলগাল, গেরুয়া উত্তরীয় গলায়। অসুখ নিয়মিত দুশো দুশো চিৎকার করে মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে। বিশেষ চিহ্ন অভিষেক শব্দটি শুনলে দাঁত খিঁচিয়ে কামড়াতে আসেন। বেগম বেগম করে হিচকি তোলেন। লক্ষ্মী ভান্ডার দেওয়া হলে বিরোধিতা করেন।
এ ব্যাপারে বিজেপির বারাকপুর সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য বলেন, “শুভেন্দুকে বদনাম করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যেহেতু তিনি তৃণমূলের মুখোশ খুলে দিচ্ছেন। তৃণমূল চোখে দেখতে পায় না যে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকেও প্রান্ত কীভাবে ছুটে বেড়াচ্ছেন।”
অপরদিকে তৃণমূল নেতা ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, “তৃণমূলের হাতে অত সময় নেই যে শুভেন্দুকে নিয়ে প্রচার করতে হবে। খুঁজে বের করতে হবে এটা বিজেপির চক্রান্ত কিনা। নিজেরাই এ ধরনের পোস্টার লাগিয়ে টিআরপি বাড়াবার চেষ্টা করছে বিজেপি।”