ঘুরিয়ে কী নুসরতকেই বিঁধলেন মীর (Mir Afsar Ali)? বাংলা টেলিভিশন জগতের অন্যতম হাস্য রসাত্মক শিল্পী মীর সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সাধারণ অর্থে সেটি ইউরো কাপ ফুটবল সংক্রান্ত মনে হলেও যেন নুসরত জাহানকে লক্ষ্য করেই লেখা বলে মনে করছেন নেটিজেনরা।
মীর তাঁর পোস্টে লিখেছেন, ‘এটি ইউরো কাপ ২০২০, এখানে আজ ইটালির সঙ্গে আর একটা দেশের খেলা যে দেশে কেউ এক জন বিয়ে করেছিলেন, বা করেননি’।
প্রসঙ্গত, গত শুক্রবারই ইউরো কাপে ইটালি এবং তুরস্কের খেলা ছিল। সেই ম্যাচে ইটালি সহজেই হারায় তুরস্ককে। এখানেই তৃণমূল সাংসদ তথা টলি অভিনেত্রী নুসরত জাহান মহা ধুমধাম করে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। এরপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে। সম্প্রতি নুসরত বিবৃতি দিয়ে তাঁদের সম্পর্ককে ‘লিভ-ইন’ বলে দাবি করেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। রীতিমতো কু মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলির দেওয়াল। এবার এই দলে নাম লেখালেন মীর। তবে খুব সতর্কতার সঙ্গে তিনি রসিক মন্তব্য করেছেন।
You must be logged in to post a comment.