দেশ ব্রেকিং নিউজ

করোনায় অনাথ শিশু বিক্রি

মহামারী গোটা বিশ্বকে যেমন নাড়িয়ে দিয়েছে তেমনি নষ্ট করছে সমাজকে। অগণিত মানুষের মৃত্যু মিছিলে মুহূর্তে বদলে গিয়েছে চারপাশের পরিস্থিতি। নির্মম বাস্তব প্রকট হয়ে উঠেছে। এখন তা বুঝতে পারছে করোনায় বাবা-মা হারানো অনাথ শিশুরা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অন্তর্তদন্তে উঠে আসা তথ্য বলছে, বেআইনিভাবে দত্তক নিয়ে করোনায় অনাথ হওয়া শিশুদের বিক্রি করে দিচ্ছে কিছু অসাধু চক্র। নামী মেডিক্যাল জার্নাল ল্যানসেটের তথ্য বলছে, অতিমারীতে ভারতে অন্তত সওয়া লক্ষ শিশু বাবা বা মায়ের কোনও একজনকে হারিয়েছে।

২০২০-র ১ মার্চ থেকে চলতি বছরের ৩০ এপ্রিলের মধ্যে। তার মধ্যে মাতৃ হারা হয়েছে ২৫ হাজার। পিতৃহারা হয়েছে ৯০,৭৫১ জন শিশু। বাবা-মা, দু’জনকেই হারিয়েছে ৩,৬২০ শিশু। এই ধরনের শিশুদের নিয়েই ব্যবসায় মেতেছে বেশ কিছু অসাধু চক্র। সূত্র মারফত জানা গিয়েছে, কাশ্মীরে গ্লোবাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্ট নামে বেসরকারি সংগঠনের মাথা আসার আমিন। যিনি দিল্লি থেকে অনাথ শিশু বিক্রির প্রস্তাব দিয়েছে তদন্তকারী সাংবাদিকদের। একইভাবে অনাথ শিশুদের বিক্রির জন্য দালালি করছে দিল্লির তৈমুর নগরের প্লেসমেন্ট সংস্থার মাথা মান্নান আনসারি। নোবেল ফাউন্ডেশন নন প্রফিট-এর আজাদ আহমেদ দার জানিয়েছে, কাশ্মীরের পাম্পোরের একটি চক্র হাসপাতালে করোনায় মৃত মায়ের শিশু তুলে এনেও বিক্রি করছে! এভাবে নিজেদের অজান্তেই বিক্রি হয়ে যাচ্ছে অসহায় অনাথ শিশুরা।

ভারতে দত্তক নেওয়ার বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হলেও সরকারিভাবে বছরে গড়ে দত্তক নেওয়ার সংখ্যা খুব কম। তিন থেকে পাঁচ হাজার শিশু। কিন্তু সঠিক নথিপত্র ছাড়া বেআইনিভাবে দত্তকের সংখ্যাটা হয়তো অনেক বেশি।