দীর্ঘ ১৭ বছর পর নাম পরিবর্তন হল ‘ফেসবুকের। নতুন নাম রাখা হচ্ছে ‘মেটা’। ফেসবুকের এই নতুন নাম ঘোষণা করলেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ।
বেশ কয়েকদিন ধরেই ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে জল্পনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার ফেসবুকের বার্ষিক সম্মেলনে এই নাম ঘোষণা করলেন জুকারবার্গ। পাশাপাশি মেটাভার্স সংযুক্ত করার বিস্তারিত পরিকল্পনার কথাও জানান তিনি।
তবে বদল হয়েছে শুধু ‘ফেসবুক’ কোম্পানির নাম। ফেসবুক অ্যাপ আগের মতোই চলবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ওকুলাসের কোম্পানির নাম ছিল ফেসবুক। সেটিই এখন বদলে হচ্ছে ‘মেটা’। এবার মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্দেশ্যেই রিব্র্যান্ডিং এর পথে হাঁটছে এই সংস্থা।