রাজ্যে তাপমাত্রার পারদ ক্রমশঃ ঊর্ধ্বমুখী। খুব জমিয়ে শীত পড়ার আগেই আবার উধাও হয়ে গেছে শীতের আমেজ। শীত প্রিয় বাঙালির শীত উপভোগে বাধা হয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে প্রথমে বৃষ্টির দাপট আর তারপর শৈত্যপ্রবাহের দাপট কাবু করবে বাংলাকে৷ ওয়েদার রিপোর্ট বলছে, ১৪ জানুয়ারি পর্যন্ত বিদর্ভ, ছত্তিশগড়. বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ , সিকিম ও ওড়িশায় হাল্কা বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ অন্যদিকে উত্তরপ্রদেশ ও পূর্ব ও মধ্যপ্রদেশ আগামী দু দিনে আলাদা আলাদা জায়গায় হালকা বৃষ্টি হবে৷
গঙ্গাসাগর মেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি জাঁকিয়ে শীত এর সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।শীতের প্রভাব কমলেও শহর কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে কুয়াশার প্রভাব রয়েছে ব্যাপক ভাবে। আগামী ২৪ঘন্টায় নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা এবং অতি ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকার পর বেলারদিকে তাপমাত্রা বাড়বে।
আজ বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং মালদহ ও উত্তর -দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলা বৃষ্টির পূর্বাভাস।
যার ফলে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীতের আমেজ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের ভাব থাকলেও জমিয়ে শীত উপভোগ এর মজা থেকে আবারো বঞ্চিত শীতপ্রিয় বাঙালি।