দেশ ব্রেকিং নিউজ

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০টি বাড়ি

ফের অগ্নিকাণ্ড উপত্যকায়। উত্তর কাশ্মীরের বারামুলা জেলার নুরবাগে বিধ্বংসী আগুন লাগে। কমপক্ষে ২০টি বাড়ি পুড়ে যায় আগুনে। এখনও পর্যন্ত সেই আগুন নেভানোর চেষ্টা চলছে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি এখনও। ঘটনাস্থলে দমকলের ৫টি ও সেনার ২টি ইঞ্জিন কাজ করছে। আচমকাই একটি বাড়িতে এলপিজি সিলিন্ডার ফাটে। সেখান থেকেই নিমেষে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে।

দমকল সূত্রে খবর, এলাকার একটি বাড়ি থেকে রান্নার গ্যাস লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জরুরি ভিত্তিতে শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীরা জানান, ঘিঞ্জি এলাকা এবং সরু রাস্তা হওয়ায় আগুনের উৎসস্থলে পৌঁছতে কিছুটা হলেও দেরি হয়। ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে হাত লাগান। তবে সরু গলির মধ্যে পরপর বাড়িগুলিতে আগুন লাগায় দমকলের পৌঁছতে সমস্যা হয়।

দমকলবাহিনীর পাঁচটি ইঞ্জিন ও সেনাবাহিনীর দুটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যান ডেপুটি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার–সহ সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চপদস্থ আধিকারীকরা। ওই এলাকার আশপাশের বাড়িগুলিকেও খালি করে দেওয়া হয়। উল্লেখ্য, গত মাসেও একইভাবে আগুন লাগে। স্থানীয় দমকলবাহিনী ও সেনাবাহিনীর প্রচেষ্টাতেও আগুন না নেভায় শেষ পর্যন্ত বায়ুসেনার সাহায্য নিয়ে আকাশ থেকে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।