বাংলাদেশ ব্রেকিং নিউজ

বাংলাদেশের ঢাকার বাজারে ফের অগ্নিকাণ্ড

বাংলাদেশের ঢাকার বাজারে ফের অগ্নিকাণ্ড! শনিবার ভোরে আগুন লাগে ঢাকার নিউ সুপার মার্কেটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধি দফতরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ৯.১০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে শনিবার ভোরে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের পাশাপাশি কাজ করেছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ভোর ৫.৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে এবং ৫.৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এখন পর্যন্ত কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্য-সহ ১০ জন, তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অসুস্থরা হলেন- ফায়ার সার্ভিসের সদস্য রাসেল, শান্ত, তৌফিক ও ভলেন্টিয়ার-সহ ১০ জন।

নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার পরে সিটি কলেজ থেকে নিউ মার্কেট পর্যন্ত মিরপুর রোড বন্ধ রাখা হয়। ফলে সৃষ্টি হয় যানজটের। গুলিস্তান ও বঙ্গবাজার থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে যাওয়া পরিবহনগুলি রুট পরিবর্তন করে শাহবাগ থেকে সায়েন্সল্যাব হয়ে চলাচল করে।