নদীয়া কৃষ্ণনগরের মথুরাপুর এলাকার পানীয় জল খেয়ে এক শিশুর মৃত্যুর পরও একের পর এক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন সাধারণ মানুষ। অসুস্থের সংখ্যা বেড়ে প্রায় সেঞ্চুরির মুখে। হেলদোল নেই প্রশাসনের। অবশেষে তিনদিন পর কোন রকম নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পানীয় জল ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করে প্রশাসন।
কৃষ্ণনগর পৌরসভার পর এবার পঞ্চায়েতের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্কে হাহাকার গোটা গ্রামে। এই জল খেয়ে ১২ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি মানুষের। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার অন্তর্গত মথুরাপুর এলাকায়।
এদিন পঞ্চায়েত থেকে সরবরাহ করা জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৭০জন। জেলা হাসপাতাল শক্তিনগর ও জেলা সদর হাসপাতাল অসুস্থ অবস্থায় ভর্তি হন তাঁরা। পেটের ব্যাথা ও বমি উপসর্গ নিয়ে ভর্তি হয় বলে জানা যায়। গুরুতর অবস্থায় এক ১২ বছরের শিশুকে নিয়ে আসা হয়। কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নাম শুভদীপ হালদার নামে ওই শিশুর কিছুক্ষণ চিকিৎসা করার পর চিকিৎসকরা তাকে অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। পরিবারের পক্ষ থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে শুভদীপ হালদারের মৃত্যু হয়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন শুভদীপের পরিবার ও এলাকার মানুষ। ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে।