দেশ লিড নিউজ

মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ

আবগারি দুর্নীতি মামলায় আরও বিপাকে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। মিলল না জামিন। সিবিআই হেফাজতে আরও পাঁচদিন মেয়াদ বাড়ল মণীশ সিসোদিয়ার। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক এম. কে নাগপাল তাঁকে আরও পাঁচদিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ৫ এপ্রিল ফের মণীশ সিসোদিয়াকে দিল্লি আদালতে তোলা হবে বলেই জানা গিয়েছে।

এদিকে, গত ২০ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে অবশেষে হাজিরা দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা। দু’সপ্তাহ আগেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যাকে টানা নয় ঘণ্টা ম্যারাথন জেরা করে ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার মুখোমুখি বসিয়ে কবিতাকে জেরা করা হতে পারে। এদিকে,দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ডে সিবিআই-এর পর গত সপ্তাহে ইডির হাতেও গ্রেফতার হয়েছে মণীশ সিসোদিয়া। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। জানা গিয়েছে, আগামী ৫ এপ্রিল পর্যন্ত মণীশ সিসোদিয়াকে রাখা হবে তিহাড় জেলে।