দেশ লিড নিউজ

Manipur Violence: মণিপুরে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

অশান্ত মণিপুরে মৃতের সংখ্যা বেড়ে ৫৫। এদিকে,রাজধানী ইম্ফলে একজন ট্যাক্স অ্য়াসিট্যান্টও খুন হয়েছেন। মণিপুর প্রশাসন সূত্রে খবর, নিহত ওই সরকারি আধিকারিকের নাম লেটমিনথাং হাওকিপ। ইতিমধ্যেই সেনা নামানো হয়েছে। জারি রয়েছে কার্ফু। বিভিন্ন জায়গায় সংঘর্ষ থামাতে রাজ্যের একাধিক জেলায় পুলিশ ও আধা সেনার সঙ্গে সেনা বাহিনীকে নামানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সেনার তরফে আরও জানানো হয়েছে, আনুমানিক চার হাজার গ্রামবাসীকে সরকারি আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে।

অন্যদিকে, অগ্নিগর্ভ মণিপুরে নিষিদ্ধ হয়েছে বড় জমায়েত। বন্ধ ইন্টারনেটও। বিক্ষোভের আগুন জ্বলছে চারিদিকে। জারি রয়েছে ১৪৪ ধারাও। কিন্তু এসবের মধ্যেও বিক্ষোভ কর্মসূচী চলছে। মূলে রয়েছে মেটেই জনজাতির সঙ্গে আদিবাসীদের সংঘাত। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে মেরি কমের মতো আন্তর্জাতিক মানের অ্যাথলিটদেরও অসহায় হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে হস্তক্ষেপের আবেদন জানাতে হচ্ছে।

উল্লেখ্য, মণিপুরের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ মূলত দু’টি। প্রথমত, রাজ্যের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল এবং জলাভূমির উপর বনবাসী জনজাতিদের চিরাচরিত অধিকার কেড়ে নেওয়া। দ্বিতীয়ত, রাজ্যের গির্জাগুলির উপর লাগাতার হামলার ঘটনা।