ব্রেকিং নিউজ রাজ্য

সম্প্রীতি মিছিলে হাঁটলেন মমতা

২২ জানুয়ারি সোমবার পূর্ব ঘোষণা মতো কলকাতায় সম্প্রীতি মিছিলে হাঁটলেন মমতা। এদিন যথাযথ সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন কালীঘাটের মন্দিরে৷ নিয়ম মেনে, মন্ত্রোচ্চারণে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন তিনি৷ তারপরে মিছিলের মাঝে স্কুটারে চড়ে গুরুদ্বারেও যান মমতা বন্দ্যোপাধ্যায়৷

অন্যদিকে এদিন অযোধ্যার নব নির্মীয়মাণ রামমন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই দিকে যখন অযোধ্যায় অনুষ্ঠান শেষে তাঁর বক্তৃতা শেষ করছেন মোদি, এদিকে ঠিক সেই সময়েই এদিন মমতা ছুঁয়ে যান মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার।

হাজরা পার্ক থেকে শুরু হয়ে মিছিল যায় পার্ক সার্কাস পর্যন্ত৷ তারপরে পার্ক সার্কাস ময়দানেই হয় সভা৷ সেখানেই মিছিল শেষে বক্তৃতা রাখেন মমতা৷ মমতা ছাড়াও এদিনের ‘সংহতি যাত্রা’য় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ তৃণমূল কর্মীদের বৃহত্তর অংশ৷