দেশ ব্রেকিং নিউজ

‘‌মন কী বাত কে শুনতে চায়?’‌

দেশজুড়ে করোনা রক্তচক্ষু দেখাচ্ছে। তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান হল ঢাচ–ঢোল পিটিয়ে। এই অনুষ্ঠানের এবার কড়া সমালোচনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বহরমপুরে রবীন্দ্র সদনে দলের কর্মিসভায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘এখন আপনার মনের কথা কে শুনতে চায়? করোনার কথা বলুন।’
রবিবার মাসিক ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে করোনা প্রতিরোধে দেশবাসীকে বেশ কয়েকটি আহ্বান জানান মোদী। তিনি বলেন, ‘‌ভ্যাকসিন নিয়ে গুজবে কান দেবেন না। ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সবাই টিকা পাবেন। বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র।’‌ এদিন মমতা দাবি করেন, আসলে জিনিসটা এতটা বাড়ত না যদি নরেন্দ্র মোদীরা সঠিক সময় ব্যবস্থা নিত। শুধু বাংলার নির্বাচনটা লুঠ করতে গিয়ে আজ প্রধানমন্ত্রী গোটা দেশকে একটা সর্বনাশা পথে নিয়ে গিয়েছে।
এদিন মোদীকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ‘যেখানে দেশে ওষুধ নেই, ইনজেকশন নেই, অক্সিজেন নেই, আজও তিনি মন কী বাত করে চলেছেন। ওনার মনের বাত কে শুনতে চায়? এখন মনের বাত কেউ শুনবে না। কোভিডের বাত করুন’।