ব্রেকিং নিউজ রাজ্য

গঙ্গা ভাঙন রোধে ১০০ কোটি টাকা বরাদ্দ মমতার

বিগত কয়েক দশক ধরে, গঙ্গা নদী পার ভাঙ্গন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। গঙ্গা তীরবর্তী এলাকা সাধারণ মানুষের ঘরবাড়ি চাষযোগ্য জমি হাজার হাজার একর আজ নদী গর্ভে। জনজীবন বিপর্যস্ত। সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার তৎপর হল রাজ্য সরকার। মালদহ, মুর্শিদাবাদের নদীপাড়গুলি ভাঙন কবলিত। সামান্য জোয়ার-ভাঁটাতেই বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গার পাড় ভাঙন রোধে এদিন ১০০ কোটি টাকা বরাদ্দ করলেন।

শুক্রবার সামশেরগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করার পরই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এর অর্ধেক টাকা দেবে সেচদপ্তর। সেচমন্ত্রী পার্থ ভৌমিককে মঞ্চে ডেকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কয়েক বছরের মধ্যে এই টাকা দিয়ে নদীপাড়ের ভাঙন মেরামত ছাড়াও ঘরহারাদের নতুন করে ঘর তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন জমির পাট্টা দেওয়া হয়েছে ৮৬ টি গৃহহীন পরিবারের হাতে। গঙ্গার পাড়ে পৌঁছে মুখ্যমন্ত্রী পরিস্থিতি দেখে নানা খুঁটিনাটি জেনে নেন প্রশাসনের কর্তাদের কাছে।

এরপর জমির পাট্টা বিলি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙন নিয়ে বলতে গিয়ে তিনি ফের এদিন কেন্দ্রকে দায়ী করেন। কেন্দ্রের কাছে বকেয়া টাকা এখনও পাওয়া যায়নি বলে অনেক কাজই করতে অসুবিধা হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সামনেই পঞ্চায়েত নির্বাচন। কিন্তু সাগরদিঘি উপনির্বাচনের পর থেকে রাজ্যের শাসক দল এই মুহূর্তে ভাঙনের সাক্ষী। মুর্শিদাবাদের ফরাক্কা সামশেরগঞ্জ এলাকা মূলত গঙ্গা–ভাঙন কবলিত এলাকা। তাই শুক্রবারই সেই ভাঙন রোধে ১০০ কোটি টাকা অর্থ বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, যা রাজনৈতিকভাবেই যথেষ্ট গুরুত্বপূর্ণ।