রাজ্য লিড নিউজ

বিপাকে মহুয়া, ফের মামলা দায়ের

আসন্ন লোকসভা ভোটের আগে ফের বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি।

বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার সকালে দিল্লির ইডি সদর দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়া মৈত্রের। কিন্তু নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণে তিনি ওইদিন দিল্লির ইডি দফতরে হাজিরা দেননি।

ইডিকে মহুয়া জানিয়েছিলেন, ‘লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাঁকে তলব না করা হয়। ভোট মিটলে তিনি ইডির মুখোমুখি হবেন।’কিন্তু মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে নতুন মামলা করল কেন্দ্রীয় এজেন্সি। মহুয়াকে এর আগে দুবার তলব করেছিল ইডি। দুবারই হাজিরা এড়িয়ে যান তিনি।