ব্রেকিং নিউজ রাজ্য

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট

শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। শুক্রবার সকাল ১০টা থেকে ফলঘোষণা শুরু হবে। প্রথমে পর্ষদের সাংবাদিক বৈঠক, তার পর হবে ফল ঘোষণা। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসে ফলপ্রকাশ করা হবে। সেই অনুযায়ী ১৯ মে ফল প্রকাশিত হতে চলেছে।

শুক্রবার সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা ফল জানানো হবে। মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জীবনের প্রথম বড় পরীক্ষার ফল ঘোষণার আগে যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে ছাত্র-ছাত্রীরা।

২০২২ সালের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। গতবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫। সেখানে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। এবার ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন। ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। পর্ষদের দাবি, করোনাভাইরাস মহামারীর কারণে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।