দেশে এখনো করোনার প্রভাব জারি থাকলেও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণে রাজ্যের কোভিড পরিস্থিতিও। তাই আপাতত দেশের একাধিক রাজ্যে শিথিল করা হয়েছে করোনার বিধিনিষেধ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’র নির্দেশ করোনা শেষ হয়ে গেছে ভাবলে ভুল হবে, তাই সতর্ক থাকতে হবে এখনো।
যদিও ক্রমশঃ শক্তি হারাচ্ছে করোনা। রাজ্যবাসীর স্বস্তি দিয়ে গত দু-দিন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শূন্য। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। একইভাবে রাজ্যে বুধবারের মতো বৃহস্পতিবারও করোনায় মৃত্যু সংখ্যা শূন্য। পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের হারও।
তবে বুধবার ১৫০ গণ্ডি ছাড়িয়েছিল দৈনিক সংক্রমিতের সংখ্যা। এখন তার থেকে অনেকটাই নিচে রয়েছে করোনার সংক্রমণ। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। বর্তমানে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,৭৭৬ জনের আশেপাশে। অর্থাৎ, করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা রাজ্য। করোনায় মৃত্যু শূন্য হওয়ায় স্বভাবতই খুশির আবহ চিকিৎসক মহলেও।