চাকরির দাবিতে এবার লং মার্চের ডাক দিল গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। গ্রুপ ডি নিয়োগের দাবিতে অবস্থান, অনশনের পর এবার লং মার্চ। তিনদিন ধরে রাস্তায় হাঁটবেন চাকরিপ্রার্থীরা। ২০০ দিনেরও বেশি সময় ধরে নিয়োগের দাবিতে অবস্থান করেছেন তাঁরা। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামতে চলেছেন তাঁরা। ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে লং মার্চ।
বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা শহিদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ২১৯ দিনের বেশি সময় ধরে ধর্নায় বসেছিলেন। এবার কলকাতা হাইকোর্টের তরফে অনুমতি পাওয়ার পরই লং মার্চ করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। বিচারপতি রাজাশেখর মান্থা তাঁদের তিনদিনের পদযাত্রা করার অনুমতি দিয়েছে। তমলুক থেকে কলকাতায় শহিদ মিনার পর্যন্ত পদযাত্রা হবে। আর কলকাতা শহর সংলগ্ন মিছিল এগোবে ধর্মতলার উদ্দেশ্যে।
এই মূল মিছিল শুরু হবে তমলুকের হোগলায়। শহিদ মাতঙ্গিনী হাজরার বাসভবন থেকে শুরু হবে পদযাত্রা। প্রথম দিন হোগলা থেকে বাগনান পর্যন্ত যাবে লং মার্চ। দ্বিতীয় দিন অর্থাৎ ৪ এপ্রিল, বাগনান থেকে মিছিল যাবে ধুলাগড়। তৃতীয় দিন অর্থাৎ ৫ এপ্রিল,ধুলাগড় থেকে শহিদ মিনার পৌঁছবেন আন্দোলনকারীরা। কর্মসূচির শেষ দিন অর্থাৎ শহিদ মিনারে পৌঁছনোর পর নবান্নে ডেপুটেশন দেবে তাঁরা।