আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

চিনের উহানে সরকার-বিরোধী বিক্ষোভ

চিনের উহানে সরকার-বিরোধী বিক্ষোভে নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। দাবি, নতুন করে করোনার বিধিনিষেধ চালু করা যাবে না আর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সরকার বিরোধী এই আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যেই নিহত হয়েছেন ১০ জন বিক্ষোভকারী।

জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে চিনে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে একাধিক শহরে নতুন করে কোভিড বিধিনিষেধ এবং আংশিক লকডাউনের পথে হাঁটতে চলেছে সরকার। এর জেরেই চটেছেন সাধারণ মানুষ। উহান-সহ একাধিক শহরে পথে নেমে, স্লোগান তুলে সে কথাই জানাচ্ছেন তাঁরা। এমনকি, প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পদত্যাগেরও দাবি করছেন তাঁরা।

মানুষের দাবি, করোনার বিধিনিষেধকে সামনে রেখে আগুন লাগার পরেও ওই বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি বাসিন্দাদের। প্রতিবাদে সাদা কাগজ নিয়ে বিক্ষোভ দেখান অনেকে, মোমবাতি জ্বালিয়ে মৃতদের শ্রদ্ধাও জানানো হয়।