রাজ্য লিড নিউজ

Loksabha Election 2024: মালদায় আজ জোড়াসভা মমতার

প্রথম দফার ভোট সম্পন্ন। এবার দ্বিতীয় দফার ভোটের প্রচারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাসক দল। শনিবার মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজলের কলেজ মাঠে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপরে, দুপুরে মালদহ দক্ষিণের দলীয় প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে মানিকচকের এনায়েতপুরে আরও একটি জনসভায় যোগ দেওয়ার কথা তৃণমূল নেত্রীর। রবিবার বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লবের সমর্থনে বালুরঘাটে জনসভা করার কথা রয়েছে মমতার।

দ্বিতীয় দফায় লোকসভা ভোট ২৬ এপ্রিল। রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ দ্বিতীয় দফায়। ৭ এপ্রিল তৃতীয় দফার ভোট মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে।

গাজোল কলেজ মাঠে শুক্রবার দিনভর পুলিস ও প্রশাসনের তরফে নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখা হয়। ওই মাঠ চত্বরে অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ চলে। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গাজোল জুড়ে ফ্ল্যাগ, ফেস্টুন টাঙানো হয়েছে। গাজোলের মতো এদিন মানিকচকের এনায়েতপুরেও মুখ্যমন্ত্রীর সভার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়। পুলিসের পাশাপাশি তৃণমূলের নেতানেত্রীরাও সভার প্রস্তুতি খতিয়ে দেখেন।