করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই সাধারণ মানুষের সুরক্ষায় বাংলাদেশে ১৪ দিন সম্পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে কোভিড–১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ওই সুপারিশ কমিটি বলেছে, এখন শুধু জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। অফিস–আদালত, বাজারঘাট, গণপরিবহণ–সহ সব কিছু বন্ধ থাকবে।
এই বিষয়ে কমিটির প্রধান অধ্যাপক ডা. মহম্মদ সহিদুল্লাহ বলেন, ‘জরুরি পরিষেবা অর্থাৎ শুধুমাত্র ওষুধ, ফায়ার সার্ভিস, গণমাধ্যম। বাকি সব কিছু দু’সপ্তাহ বন্ধ থাকবে। জীবনরক্ষায় আগামীর মঙ্গলের জন্য এই ত্যাগ করতে হবে। করোনার প্রাদুর্ভাব থেকে পূর্ণ মুক্তি পেতে ৮০ শতাংশের ঊর্ধ্বে মানুষকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশেই করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। পঞ্চাশের বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ করা গিয়েছে। বিদেশ থেকে টিকা সংগ্রহ, লাইসেন্সের মাধ্যমে দেশে টিকা উৎপাদন করা এবং নিজস্ব টিকা তৈরির জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে গবেষণার জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টার প্রতি কমিটি পূর্ণ সমর্থন জানিয়েছেন।