দেশ ব্রেকিং নিউজ

লকডাউনের পথে হাঁটবে ভারত?‌

করোনা সংক্রমণ হাতের বাইরে চলে যাচ্ছে। প্রত্যেকদিন লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। এই সংক্রমণ শৃঙ্খল ভাঙতে কেন্দ্র কি লকডাউনের পথে হাঁটবে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে আমজনতার মনে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লকডাউনের খবর। ৩ মে থেকে ২০ মে পর্যন্ত দেশে নাকি লকডাউন হচ্ছে!
বৃহস্পতিবার এই গুজব ওড়াল প্রেস ইনফরমেশন ব্যুরো। লকডাউন নিয়ে ভুয়ো খবর রটেছে বলে তাদের দাবি। পিআইবির বিবৃতিতে বলা হয়েছে, ‘‌দেশজুড়ে একটি খবর ছড়িয়েছে, কেন্দ্র সরকার লকডাউনের পথে হাঁটছে। এই রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো।’‌ এমনকী ভারতীয় করোনা স্ট্রেন ডবল মিউট্যান্ট নিয়ে প্রকাশিত একটি রিপোর্টকেও ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্র।
প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, করোনা সংক্রমণ রুখতে লকডাউন হতে চলেছে সরকারের শেষ অস্ত্র। দেশবাসীকে প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন, দেশকে যেন কোনওভাবেই লকডাউনের দিকে ঠেলে না দেওয়া হয়। কিন্তু বৈদ্যুতিন মিডিয়ার লোগো দিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে বলা হয়েছে, ৩ থেকে ২০ মে পর্যন্ত দেশে লকডাউন হবে। ওই চ্যানেলের তরফেও সেই পোস্টকে ভুয়ো বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মঙ্গলবার এক উচ্চপর্যায়ের বৈঠকে ১৫ শতাংশের বেশি পজিটিভিটি রেট আছে এমন ১৫০ জেলায় লকডাউনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা মনে করছেন, এই মুহূর্তে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কঠোর করোনা বিধি পালন ছাড়া আর কোনও উপায় নেই। লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্র এবং রাজ্য সরকারের আলোচনার পরই।