খেলাধুলা লিড নিউজ

চলে গেলেন কিংবদন্তি আম্পায়ার আশাদ রউফ

প্রয়াত প্রাক্তন আইসিসি এলিট প্যানেল আম্পায়ার আশাদ রউফ। পাকিস্তানের লাহোরে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর। দীর্ঘ ১৩ বছর আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। পাকিস্তানের অন্যতম সেরা আম্পায়ার বলেই পরিচিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়।

এক পাক সংবাদ চ্যানেল সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট থেকে বিতাড়িত হওয়ার পর জুতোর দোকান খুলেছেন রউফ। লাহোরে লন্ডা বাজারে সস্তায় পোশাক ও জুতো বিক্রি করে পেট চালাচ্ছিলেন পাকিস্তানের এককালের সেরা আম্পায়ার। কামরান আখমল সহ একাধিক পাক ক্রিকেটার আশাদ রউফের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।

১৯৯৮ সালে আম্পায়ার হিসেবে কাজ করা শুরু করেছিললেন আশাদ। ২০০০ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেন আশাদ রউফ। ১৩ বছরের দীর্ঘ কেরিয়ারে ৬৪টি টেস্ট খেলিয়েছেন। এরমধ্যে ৪৯টি মাঠে উপস্থিত থেকে ও বাকি ১৫টি তৃতীয় আম্পায়ার হিসেবে আম্পায়ারিং করেন।

এছাড়া ক্রিকেটের সবথেকে নবতম ফর্ম্যাট টি টোয়েন্টি ম্যাচও খেলিয়েছেন তিনি। ২৩ টি ম্যাচে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করেছিলেন তিনি এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে তৃতীয় আম্পায়ার ছিলেন। ২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলে স্থান পেয়েছিলেন আশাদ। কিন্তু নানারকম বিতর্ক এবং পরকীয়ায় জড়িয়ে যাওয়ায় ২০১৬ সালে তাঁকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি।