জেলা ব্রেকিং নিউজ

অস্বাভাবিক লেট ট্রেন, চুড়ান্ত ভোগান্তি যাত্রীরা

শুক্রবার ভোর থেকে শিয়ালদা মেন শাখায় কার্যত বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। সকাল ৮টার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন চলাচল। কিন্তু অস্বাভাবিক দেরিতে চলছে ডাউন লাইনের ট্রেনগুলি। যার প্রভাব পড়েছে শিয়ালদা ডিভিশনের অন্যান্য শাখায়। রেল সূত্রে খবর, এমনিতেই শিয়ালদা-রানাঘাট শাখার নৈহাটি থেকে কল্যাণী পর্যন্ত নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। এবং বৃহস্পতিবার রাতে হওয়া কালবৈশাখীর ফলে বহু জায়গায় প্রভাব পড়েছে। এর জেরেই শুক্রবার ভোর থেকে কার্যত থমকে যায় লোকাল ট্রেন পরিষেবা। ফলে চুরান্ত হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।

রেল সূত্রে জানা যাচ্ছে, নৈহাটি থেকে কল্যাণী পর্যন্ত নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। যদিও নৈহাটি স্টেশনের কাজ শেষ হয়েছে আগেই। এখন হালিশহর, কাঁচড়াপাড়া ও কল্যাণী স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। যেহেতু নৈহাটি স্টেশনে সবচেয়ে বেশি ১৬৬টি পয়েন্ট রয়েছে তাই সেখানকার কাজ শেষ হওয়ায় রেলকর্তাদের আশা ছিল ভোগান্তি কমবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল বৃহস্পতিবার রাতের তুমুল ঝড়-বৃষ্টি। অপরদিকে, হালিশহরে ২৮টি, কাঁচড়াপাড়ায় ৬টি পয়েন্টের কাজ অধিকাংশ শেষ হলেও কল্যাণী স্টেশনের ৫৮টি পয়েন্ট খোলা হয়েছে। রাতের কালবৈশাখীতে সেই কাজ থমকে যায়। এতে কাজের সময়ও অনেকটা বেড়ে যাবে বলে মনে করছেন রেলকর্তারা।

শুক্রবার উচ্চমাধ্যমিকের হেলথকেয়ার, অটোমোবাইল, আইটি, সিকিউরিটির মতো বিষয়ের পরীক্ষা ছিল। ফলে অধিকাংশ পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়লেন। ট্রেন না চলায় বিকল্প পথে বাস বা অটো ধরতে হুঁড়োহুঁড়ি করেন অনেকে। অন্যদিকে, শিয়ালদা মেন শাখায় ডাউন লাইনে ট্রেন দুই থেকে তিন ঘন্টাও দেরিতে চলে। এর জেরে শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-ডানকুনি শাখাতেও ট্রেন চলাচলে প্রভাব পড়েছে।