এবার শ্যুট আউটের ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। গভীর রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জনের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌরদা গ্রামে। মৃত ব্যক্তিদের নাম সাজ্জাদ মণ্ডল ও সারফুদ্দিন লস্কর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে বাড়ির অদূরে বসে গল্প করছিল সাজ্জাদ মণ্ডল এবং সারফুদ্দিন লস্কর। অভিযোগ, সেই সময় হঠাৎই বলাই মন্ডল নামের এক দুষ্কৃতী বেশ কয়েকজনকে নিয়ে এসে তাঁদের উপর চড়াও হয়। দুজনকে লক্ষ্য করে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাজ্জাদ ও সারফুদ্দিন।
ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা সাজ্জাদকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, সারফুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। খুনের কারণ সম্পর্কে এখনও কোন স্পষ্ট তথ্য জানা যায়নি বলেই দাবি পুলিশের। জারি রয়েছে তদন্ত।
প্রসঙ্গত, গত সোমবার রাতেই শ্যুট আউটের ঘটনা ঘটে বীরভূমের মহম্মদ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের বাসিন্দা ধনু সেখ হাবড়াপাহাড়ির একটি খাদানে কাজ করত। এদিন রাত্রে ধনু এবং স্থানীয় একজন স্কুল শিক্ষক ধনা হাঁসদা হাবড়াপাহাড়ির একটি ক্লাবের পাশে বসেছিল। সেই সময় একজন সাইকেলে করে এসে গুলি করে বলে অভিযোগ।