টানা বৃষ্টির জেরে ধস নামতে শুরু করেছে পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ে । ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা । গত দুদিন ধরে টানা বৃষ্টি শুরু হয়েছে জেযায়লা জুড়ে । আর এতেই ধস নামছে জয়চন্ডী পাহাড়ের উপরে । তার জেরে পাহাড়ের উপরের পাথরের চাটানগুলি খসে পড়েছে। পাহাড়ের সিঁড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনায় । একেবারে পাহাড়ের সামনেই রয়েছে রঘুনাথপুর কলেজ, রয়েছে শিশু পার্ক, কটেজ, পথের সাথী, সাধারণ মানুষের বাড়িঘর । তাই বড়োসড় ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু রয়ে গিয়েছে । তবে এখনো পর্যন্ত এই ঘটনায় প্রাণহানির কোন খবর নেই ।
বিশেষ সংবাদদাতাঃ সোমনাথ রায়, পুরুলিয়া
You must be logged in to post a comment.