দেশ ব্রেকিং নিউজ

Land Slide: গ্যাংটকে ভয়াবহ ভূমিধস, ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু মা সহ দুই শিশুর

অতি ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা। ভয়াবহ ধসের কবলে গ্যাংটক। একটি বাড়ি ধসে পড়ে ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে মা সহ দুই শিশুর। গ্যাংটকের রঙ্গে দোকান দারা দেচিলিঙ এর ঘটনা।

জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে ওই এলাকায় ধস নামে। তার জেরেই স্থানীয় বাসিন্দা বিমল মঙ্গারের বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় ঘরের মধ্যে ঘুমোচ্ছিল বিমল মঙ্গারের স্ত্রী ডোমা শেরপা এবং তাঁর আট বছর এবং সাত মাস বয়সী দুই শিশু। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। এখনও বিমল মঙ্গারের কোন খোঁজ পাওয়া যায়নি।

এসডিআরএফ-এর দল উদ্ধারকার্যে নেমে বাড়িটির ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছেন। জোরকদমে উদ্ধারকাজ চলছে বলেই জানান গ্যাংটকের এসডিএম রবিন শেরপা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ সহ জেলা প্রশাসন এবং দমকল বাহিনী।

লাগাতার ঝড়বৃষ্টিতে জেরে বিপর্যস্ত সিকিমের বাসিন্দাদের জনজীবন। ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে সিকিমের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকী ওই অঞ্চলে থাকা পর্যটকরাও ধসের জেরে আটকে পড়েন। অতিবর্ষণের জেরে ধসের আশঙ্কা দেখা দিয়েছে দার্জিলিং এবং কালিম্পঙেও। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রংপো এলাকার ধসের একটি ভিডিয়ো রাতারাতি ব্যাপক ভাইরাল হয়। যদিও আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় সিকিম জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই হাই অ্যালার্টও জারি করা হয়েছে। চলতি মাসে ধস নামার কারণে সাতজনের মৃত্যু হয়েছে সিকিমে।