জেলা

মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা

ফের ধাক্কা শাসকদলে। মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। একইসঙ্গে হাওড়া জেলা তৃণমূল সভাপতির পদ থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। তবে বিধায়ক পদ এখনও ছাড়েননি তিনি। ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন লক্ষ্মীরতন শুক্লা। বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সূত্রের খবর, দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠান লক্ষ্মীরতন শুক্লা। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলা সভাপতিত্ব ছাড়তে চেয়ে তিনি সুব্রত বক্সির কাছেও চিঠি পাঠিয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের জুলাই মাসে লক্ষ্মীরতনকে হাওড়া জেলা তৃণমূলের সভাপতি করা হয়। সেই পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। আপাতত কিছুদিন বিশ্রাম নিতে চান লক্ষ্মীরতন বলে জানা গিয়েছে। তবে জেলার নেতা অরূপ রায়ের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না বলেই খবর। সেই বিষয়ে দলও কোনও বড় ভূমিকা নিচ্ছিল না বলে ঘনিষ্ঠ মহলে তাঁর অভিযোগ।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন সাংসদ সুনীল মণ্ডল। তিনি দাবি করেছিলেন, তৃণমূলের আরও সাংসদ–বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। তারপরেই এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়ও এখন বেসুরো গাইছেন। তাই সব মিলিয়ে চাপ বাড়ছে শাসকদলের বলে মনে করা হচ্ছে। তবে লক্ষ্মীরতন শুক্লা বিজেপিতে যাচ্ছেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি।