Now naised's laboratory technician is in Corona. Four members of her family also have been put in quarentine. She lives in Nimta, North 24 parganas.
ব্রেকিং নিউজ রাজ্য

নাইসেডের ল্যাব টেকনিশিয়ানের করোনা

এবার করোনায় আক্রান্ত নাইসেডের ল্যাব টেকনিশিয়ান। নিমতার বাসিন্দা ওই তরুণীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর পরিবারের চারজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গত রবিবার রাতে বেলেঘাটা আইডিতে জ্বর নিয়ে ভর্তি হন ওই তরুণী। এরপরই তাঁর করোনার পরীক্ষা করা হয়। এদিন সেই রিপোর্ট পজিটিভ এসেছে। ওই তরুণীর বাড়ির চারজন সদস্যের মধ্যে একজন কলকাতা মেডিক্যাল কলেজের নার্স।
তরুণী আবার নিমতার বাড়ি থেকেই ল্যাবে যাতায়াত করতেন। ফলে চিন্তা আরও বাড়ল সরকারের। কিভাবে ওই তরুণী আক্রান্ত হলেন, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ নাইসেডের ল্যাব থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তাহলে কিভাবে ওই তরুণী আক্রান্ত হলেন?
রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে দাবি করা হয়েছে , বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১২০ জনে। সংক্রমণ থামার কোনও লক্ষ্ণণ নেই। বরং দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।