দেশ লিড নিউজ

ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৭

কানপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া আরও পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন বলেও সূত্রের খবর। রাতের বাস সার্ভিসে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি বিবেচনা করে এই ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্থানীয় সূত্রে খবর, কানপুর জেলার সচন্দিতে এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার গভীর রাতে। একটি জেসিবি মেশিনের সঙ্গে ধাক্কা খায় একটি এসি বাস। তারপর সেটি সেতু থেকে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এত বড় দুর্ঘটনা কি করে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইনস্পেক্টর জেনারেল মোহিত আগরওয়াল। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে তদন্তে গিয়েছেন বিশাল পুলিশ বাহিনী এবং গোয়েন্দারা।
এই ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই টাকা দেওয়া হবে। ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তিনিও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন।