বিজ্ঞান-প্রযুক্তি

১৪৮ বছর পর শনি জয়ন্তীতে সূর্যগ্রহণ! জানুন এর প্রভাব

আগামী ১০ জুন হবে ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ। আবার পঞ্জিকা অনুসারে ওই একই দিনে রয়েছে শনি জয়ন্তী। অর্থাৎ ওই দিন দুষ্ট গ্রহ শনির জন্মদিন। পুরাণ মতে শনি হল সূর্যের পুত্র, অথচ তাঁদের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো নয়। আর মহা শক্তিশালী সূর্য ও শনির মহাজাগতিক যুগলবন্দি ঘটবে আগামী ১০ জুন। উত্তর-পূর্ব ভারত ও জম্মু-কাশ্মীরের সামান্য অংশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে সারা ভারতে গ্রহণের কোনও প্রভাব পড়বে না। তবুও সাবধানে থাকতে হবে বলেই জানাচ্ছেন জ্যোতিষীরা।

বৃষ রাশি ও মৃগশিরা নক্ষত্রপুঞ্জে ঘটবে এই গ্রহণ। চাঁদের ছায়ায় সূর্যের ৯০ শতাংশ ঢাকা পড়বে। কোনও কোনও স্থান থেকে সেদিন ‘রিং অফ ফায়ার’ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

গ্রহণ কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয়। আবার সূর্য হল সরকারি ক্ষেত্রের অধিপতি এবং শনি কর্মফলের দেবতা। তাই এই দুয়ের মিলন শুভকর হবে না সেটা বলাই বাহুল্য। ফলে বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংঘটিত হওয়ার সম্ভাবনা যেমন আছে। তেমনই গৃহকর্তার শারীরিক সমস্যা দেখা দিতে পারে।