কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

শেষ বারের মত এজলাস ছাড়লেন চাকরিপ্রার্থীদের ‘ভগবান’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ইস্তফা দিচ্ছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সোমবার ছিল কলকাতা হাই কোর্টে তাঁর শেষ দিন। মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে ইস্তফা দেবেন তিনি। সোমবার দুপুর ২টো বেজে ৪৭ মিনিট৷ শেষ বারের মতো এজলাস ছাড়লেন চাকরিপ্রার্থীদের ‘ভগবান’। সোমবার শেষবারের মতো কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে তাঁর শেষদিন কাটিয়ে ফেললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিদায়বেলায় আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

কর্মজীবনের শেষদিনেও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর শেষ মামলার নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বিচারককে বরখাস্তের অনুরোধ জানিয়েছেন তিনি। বিচারপতির পর্যবেক্ষণ, জেলার বিচারকের বিরুদ্ধে হাইকোর্টের ভিজিল্যান্স বিভাগ অভিযোগ করেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে।

সোমবারই জানা গেছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব মামলা সরানো হয়েছে তাঁর এজলাস থেকে। মামলাগুলি গিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে।