নয়াদিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিএল সন্তোষের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দলের রাজ্য সভাপতি। রবিবার সেই বৈঠক হওয়ার কথা। তাই শনিবারই নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রশ্ন উঠছে, এই জরুরি তলব কেন? বিজেপিতে কি সাংগঠনিক রদবদল আসন্ন? বেসুরোদের বিরুদ্ধে কি আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে দল?
সূত্রের খবর, দিল্লি থেকে ডেকে পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ডেকেছে। রবিবার সকাল ১১টা নাগাদ একটি বৈঠক হওয়ার কথা। জেপি নাড্ডার বাসভবনে সেই বৈঠক হবে। না হলে বিজেপির সদর দফতরে। নির্বাচনের পর কোন পথে এগোনো হবে তার একটা পথনির্দেশ এই বৈঠক থেকে উঠে আসতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকবার দিল্লিতে গিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের শুভেন্দু। এবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ডেকে পাঠালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘জেপি নাড্ডাজি ফোন করেছিলেন। দিল্লি যেতে বলেছেন। আজ রাতেই যাচ্ছি। আগামীকাল তাঁর সঙ্গে বৈঠক আছে। নির্বাচনের পরে তাঁর সঙ্গে বসব ভেবেছিলাম। বসা হয়নি। এবার উনি ডেকেছেন। যে সব বিষয় আলোচনা করার ছিল, করে আসব।’ দলের নির্দেশে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। গেরুয়াশিবিরের অন্দরের খবর, তাঁদের দু’জনকে এবার সাংগঠনিক কাজে ব্যবহার করা হতে পারে। বস্তুত গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে রায়গঞ্জের সাংসদ দেবশ্রীকে। সে বিষয়ে বার্তা দেওয়ার জন্য দিল্লিতে জরুরি তলব করা হয়েছে দিলীপ ঘোষকে।