আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

নিহত জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ

নিহত সংসদ হামলার মাস্টারমাইন্ড তথা পাক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার? নতুন বছরের শুরুতে জোর গুঞ্জন স্যোসাল মিডিয়ায়।

পাকিস্তানে ঘটা একটি গাড়ি বিস্ফোরনের ভিডিও ঘুরছে নেটপাড়ায়। একপক্ষের দাবি সেই গাড়িতে ছিলেন জইশ-ই-মহম্মদের প্রধান। যদিও এখনো পর্যন্ত এই খবরে সরকারি সিলমোহর পাওয়া যায়নি।

একটি সূত্রের দাবি, সোমবার ভোরে নিহত হন মাসুদ। পাকিস্তানের ভাওয়ালপুরের মসজিদ থেকে ফেরার পথে তাঁর উপর প্রাণঘাতী হামলা চালায় কয়েকজন অজ্ঞাত পরিচিত ব্যক্তি। মাসুদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছিলেন মাসুদ বলেও দাবি উঠছে।