জেলা ব্রেকিং নিউজ

জগদ্ধাত্রী পুজোয় বিধিনিষেধে ছাড় চন্দননগরে

জগদ্ধাত্রী পুজোর রাতে চন্দননগরে বিধিনিষেধে ছাড় দিল প্রশাসন। তুলে নেওয়া হল নাইট কার্ফু। জানা গিয়েছে, অষ্টমী, নবমী অর্থাত্‍ ১২ নভেম্বর এবং ১৩ নভেম্বর রাতে নাইট কার্ফু থাকছে না। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হুগলি এবং নদিয়ায় রাতের বিধিনিষেধে এই ছাড় দেওয়া হল।

ছট পুজো উপলক্ষে ১০ নভেম্বর এবং ১১ নভেম্বর আগেই নাইট কার্ফু শিথিল করেছে রাজ্য সরকার। এরপরই চন্দননগরের নাগরিক সমাজে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় অনেকে ক্ষোভ উগরে দেন। জগদ্ধাত্রী পুজো কমিটি গুলি নাইট কার্ফু শিথিল করার দাবি তোলে।

পুলিস-প্রশাসন এবং বিধায়ক ইন্দ্রনীল সেনের কাছেও আর্জি জানান হয়। সাধারণের দাবি মেনে নিয়ে মঙ্গলবার বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। জগদ্ধাত্রী পুজোতে চন্দননগর-ভদ্রেশ্বরে নো এন্ট্রির সময় ২ ঘণ্টা বাড়িয়ে বিকেল ৪টার পরিবর্তে দুপুর ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত করা হয়েছে। পঞ্চমীর দিন থেকে যা শুরু হবে।ওই দু’দিন ষষ্ঠী এবং সপ্তমী। ফলে সারারাত ধরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পারবেন সাধারণ মানুষ।