২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় এবার বয়ান রেকর্ড করা হল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। জানা গেছে, শনিবার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং -কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অভিনেত্রী। সিআরপিসি ১৬৪ ধারায় তাঁর ওই জবানবন্দি গ্রহণ করা হয়েছে বলেই সূত্রের খবর। গত বৃহস্পতিবারই পাতিয়ালা কোর্টে জ্যাকলিনের বিরুদ্ধে চলা মামলার শুনানি ছিল। সূত্রের খবর, আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে
এদিকে গত ১৫ নভেম্বর দু’লাখ টাকার বিনিময়ে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অভিনেত্রী। সূত্রের খবর, অন্তর্বর্তী জামিন পাওয়ার পর অবশেষে দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে, জামিনে থাকাকালীন তাঁকে আদালতের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে বলেই জানা গিয়েছে।
যদিও এর আগে দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে জামিনের জন্য আবেদনের শুনানিতে সশরীরে হাজির হন জ্যাকলিন। সেখানে সরাসরি তাঁর জামিনের বিরোধিতা করে ইডি। তদন্তকারীদের আইনজীবী জানান, ‘টাকার অভাব নেই জ্যাকলিনের। সহজেই দেশ ছেড়ে পালাতে পারেন তিনি। তাই কোনও মতেই তাঁকে জামিন দেওয়া উচিত নয়। যদিও পাল্টা তদন্তকারীদের কাছে আদালত জানতে চায়, এখনও পর্যন্ত জ্যাকলিনকে গ্রেফতার করা হল না কেন?’ এই মর্মে জ্যাকলিন ফার্নান্ডেজের জামিনের বিরোধিতা করে শুক্রবার আদালতে ইডি জানায়, জ্যাকলিন তদন্তে একেবারেই সহযোগিতা করেননি। তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। জামিন পেলে পালিয়ে যেতে পারেন তিনি।
প্রসঙ্গত, গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ সুকেশ।