ফের আইএসএফ-তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তপ্ত ভাঙড়। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলার সুত্রপাত হয় বলেই সূত্রের খবর। তৃণমূলের দাবি,এলাকায় তাঁরা দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই সময় আচমকাই আইএসএফের কর্মীরা তাঁদেরকে মারধর করে। সংঘর্ষের জেরে বেশ কয়েকজন আহত হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কাশিপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ শুরু হয়। অভিযোগ,ওই এলাকায় তৃণমূলের তরফ থেকে দলীয় পতাকা লাগানো হচ্ছিল। সেসময়ই তৃণমলের পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকায় আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যার জেরে দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় কাশিপুর থানায়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে কাশিপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তৃণমূলের দাবি, এলাকায় তাঁরা নিজেদের দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় আচমকাই আইএসএফের কর্মীরা তাঁদেরকে মারধর করে। উল্টোদিকে আইএসএফের দাবি, তৃণমূল সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তাঁরা এলাকায় দলীয় পতাকা লাগানোর নাম করে আইএসএফ কর্মীদের বাজে ভাষায় কথা বলে। উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসেই তৃণমূল-আইএসএফ সংঘর্ষকে কেন্দ্র করে শুরু হয় লাঠালাঠি। বোমা, ইটবৃষ্টি, বাঁশ-লাঠি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন।