খেলাধুলা ব্রেকিং নিউজ

আইপিএল ফাইনাল আমেদাবাদে, প্লে-অফ চেন্নাইয়ে

চলতি আইপিএলের প্লে অফের সূচি ও ভেনু শুক্রবার ঘোষণা করেছে বিসিসিআই। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং এবারের আইপিএলের ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল আমেদাবাদ।

২০২২ সালে আইপিএল মুম্বই ও পুনের ৪টি ভেনুতে অনুষ্ঠিত হয়েছিল। এবার হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরেছে আইপিএল। গত মরসুমে প্লে অফের দু’টি ম্যাচ পেয়েছিল কলকাতা। এবার প্লে অফের একটি ম্যাচও আয়োজন করার সুযোগ জোটেনি কলকাতার।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২১ মে। এরপর একদিন বিশ্রাম। ২৩ তারিখ থেকে শুরু হবে প্লে অফ। এরপর ২৮ মে হবে লিগের ফাইনাল।

আইপিএল – ২০২৩ এর প্লে অফ ও ফাইনালের সূচি,

২৩ মে – কোয়ালিফায়ার ১ (টিম ১ বনাম টিম ২), ভেনু – চেন্নাই

২৪ মে – এলিমিনেটর (টিম ৩ বনাম টিম ৪), ভেনু – চেন্নাই

২৬ মে – কোয়ালিফায়ার ২ (এলিমিনেটরের বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল), ভেনু – আমেদাবাদ

২৮ মে – ফাইনাল (কোয়ালিফায়ার ১ এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ২ এর বিজয়ী দল), ভেনু – আমেদাবাদ।