বন্যপ্রাণী সংরক্ষণ একটি সর্বজনীন বিষয়। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষার জন্য একটি প্রচেষ্টা বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী মোদী রবিবার ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স (আইবিসিএ) চালু করেছেন। এ সময় তিনি বাঘের স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ করে ঘোষণা করেন, দেশে ৩১৬৭টি বাঘ রয়েছে। ২০১৯ সালে বিশ্ব বাঘ্র দিবসে তিনি এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী ব্যবসা এবং শিকারের বিরুদ্ধে একটি জোটের আহ্বান জানিয়েছিলেন। আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এই চেতনারই সম্প্রসারণ।
প্রধানমন্ত্রী বলেন, প্রজেক্ট টাইগারের সাফল্য শুধু ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য গর্বের বিষয়। এবং এটি আমাদের জন্য আরও আনন্দের যে স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হওয়ার পরে বিশ্বের বাঘের জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ শুধুমাত্র ভারতে রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানেরও উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা পরিবেশ ও অর্থনীতির মধ্যে সংঘাতে বিশ্বাস করি না, তাদের সহাবস্থানকে গুরুত্ব দিই। এছাড়াও, ভারত এমন একটি দেশ যেখানে প্রকৃতি সংরক্ষণ সংস্কৃতির একটি অংশ। তিনি আরও বলেন, সর্বত্র বিগ ক্যাটের উপস্থিতি স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং সেখানকার পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলেছে। এসব কারণে টাইগার রিজার্ভে পর্যটকদের সংখ্যা বেড়েছে।