আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার জাভার উত্তর উপকূল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। কম্পনের উৎসস্থল ছিল তুবান শহর থেকে ৯৬ কিলোমিটার উত্তরে, সমুদ্রের নীচে প্রায় ৫৯৪ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে ব্যাপক আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এদিকে এই ভূমিকম্পের জেরে সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাং অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

গত মাসেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। কম্পনের উৎসস্থল ছিল সমু্দ্রগর্ভ। ২ হাজার কিলোমিটার দূরে অস্ট্রেলিয়াতেও এই কম্পন অনুভূত হয়েছিল। ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্প কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার জাকার্তা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে জাভার পশ্চিম দিকের এলাকা চিয়ানজুড়ে কম্পনের উৎসস্থল ছিল। ভূমিকম্পের জেরে অন্তত ১৬৫ জনের মৃত্যু হয়েছিল সে সময়। আহত হয়েছিলেন ৩০০ জনেরও বেশি মানুষ।