খেলাধুলা ব্রেকিং নিউজ

World Champion: বক্সিংয়ে ভারতের বিশ্বজয়

এবার তুরস্কে রচিত হল নতুন ইতিহাস। তুরস্কে পঞ্চম ভারতীয় মহিলা বক্সার হিসাবে থাইল্যান্ডের জিতপং জুতামাসকে হারিয়ে বিশ্ববিজেতা হলেন নিখাত জারিন। ফাইনালে ৩০-২৭, ২৯-২৮, ২৯-২৮, ৩০-২৭, ২৯-২৮ ফলে থাই প্রতিপক্ষকে পরাজিত করেন তিনি।

তিন বারের বিশ্ববিজেতাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন থাই তারকা জিতপং। তাকে হারানো ছিল বেশ কঠিন কাজ। কিন্তু খুব সহজ ভাবে এই কঠিন কাজ টা করে দেখালেন নিখাত। ফাইনালে নিখাতের শুরুটা ছিল অসাধারণ। খুব সহজেই প্রতিপক্ষকে মাত দিয়ে দেন তিনি।

এর আগেও ২০১৯ সালের থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে জুটামাসকে হারিয়েছিলেন নিখাত। বিশ্ব বক্সিংয়ের ফাইনালে অবশ্য জুটামাস ফিরে আসার একটা চেষ্টা করেছিলেন। প্রতিআক্রমণের উপরে নির্ভর করেছিলেন জুটামাস। কিন্তু তাকে পিছনে ফেলে এগিয়ে গেল ২৫ বছরের নিখাত।

নিখাত একা নন, এই বিভাগে ভারত আগেও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। নিখাত পঞ্চম বক্সার হিসাবে এই বিভাগ থেকে সর্বোচ্চ পদক নিয়ে ফিরছেন। তার আগে যারা এই বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন, তাদের প্রত্যেকেই পরবর্তীকালে ভারতের বক্সিং জগতের মসিহা হয়ে উঠেছেন। এই তালিকায় আছেন মেরি কম, সরিতা দেবী, লেখা কেসি ও জেনি আরএল।

এবার এই বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনটি পদক নিয়ে ফিরছে ভারত। নিখাত জারিনের সাফল্য ছাড়াও মনীষা মৌন ৫৭ কেজি বিভাগে এবং পারভীন হুডা ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে সর্বোচ্চ পদক জয়ের নিরীখে রাশিয়া (৬০) এবং চিনের (৫০) পর তৃতীয় স্থানে রইলো ভারত (৩৯)।