খেলাধুলা ব্রেকিং নিউজ

ভারতের নতুন বোলিং কোচ হচ্ছেন মর্নি মর্কেল!

ভারতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেল। বোলিং কোচ পরশ মামব্রের জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন মর্কেল। সংবাদ সংস্থা PTI -কে এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

এ বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দ্রাবিড় ওমামব্রে দু’জনের চুক্তির মেয়াদ শেষ হয়। দায়িত্ব নেওয়ার পর মার্কেলের প্রথম পরীক্ষা বাংলাদেশ সিরিজ জয়। জানা গেছে, তাঁর অফিসিয়াল মেয়াদ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।

চলতি বছর ১৯ সেপ্টেম্বর শুরু হবে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট এবং বছরের শেষ ও নতুন বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফর।

পেস বোলার হিসেবে মর্কেলের অভিজ্ঞতা দীর্ঘদিনের। প্রোটিয়াদের জার্সিতে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই তিন ফরম্যাটে তার উইকেটসংখ্যা যথাক্রমে ৩০৯, ১৮৮ ও ৪৭টি। সবকটি ফরম্যাটেই এই পেস বোলিং অ্যাটাক রীতিমতো ভীতি ছড়িয়েছেন ব্যাটারদের মনে। তবে বোলিং কোচ হিসেবে তিনি কতটা সফল হন, এখন সেটাই দেখার।