বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ সোনা জয় ভারতের। এবছর রাজধানী দিল্লিতে বসেছে বক্সিংয়ের মেগা আসর। চলতি টুর্নামেন্টের চতুর্থ সোনাটি জিতে নিলেন লভলিনা বড়গোহাঁই। ৭৫ কেজির বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কারকে হারান টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী। এর আগে, রবিবার ৫০ কিলোগ্রাম বিভাগের ফাইনালে ভিয়েতনামের নগুয়ান থি ট্যামকে হারিয়ে সোনা জেতেন ভারতীয় বক্সার নিখাত জারিন। খেলার ফল ৫-০।
সেমিফাইনালে কলম্বিয়ান প্রতিপক্ষ নিখাতের বিরুদ্ধে কোনরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ওই ম্যাচেই আরও একটি পদক জয় নিশ্চিত করে ফেলেছিল ভারত। টুর্নামেন্টে নিখাত যে ফর্মে ছিলেন তাতে পদকের রং যে সোনালিই হবে সেবিষয়ে খুব বেশি সন্দেহের অবকাশ ছিল না। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে প্রত্যাশামতই দাপটের সঙ্গেই ভিয়েতনামের প্রতিপক্ষকে কুপোকাত করলেন নিখাত। তাঁর আপার কাট, লোয়ার কাট, জ্যাব, হুকম্যাচ সামলাতে হিমসিম খেতে হয় প্রতিপক্ষ বক্সারকে। তৃতীয় রাউন্ডে নিখাতের শক্তিশালী পাঞ্চে কুপোকাত হন ভিয়েতনামের প্রতিপক্ষ। আর নিশ্চিত হয়ে যায় বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নিখাতের দ্বিতীয় সোনা জয়।
শনিবার দুটি সোনা আসে ভারতের ঝুলিতে। ৪৮ কেজি বিভাগে নীতু ঘাংহাস ও ৮১ কেজি বিভাগে সুইটি বোরা সোনা জিতিয়েছিলেন ভারতকে। ফাইনালে মঙ্গোলিয়ার লুৎসাইখান আলতানসেটসেগকে ৫-০ ব্যবধানে পরাজিত করেন নীতু। আর চীনের ওয়াং লিনাকে ৫-৩ ব্যবধানে হারান সুইটি। এবার নিখাতের সৌজন্যে ফের ঘরে উঠল সোনা।