কমনওয়েলথ গেমসে পুরুষদের ভারোত্তোলনে রুপো জিতে নিলেন সঙ্কেত সারগার। ৫৫ কেজি বিভাগে এই নজির গড়েন ভারতীয় ভারোত্তোলক। বার্মিংহ্যামে দেশকে প্রথম পদক এনে দেওয়ার জন্য সোনার অক্ষরে লেখা থাকবে সঙ্কেতের নাম।
শনিবার বার্মিংহ্যামে পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে দ্বিতীয় স্থান পান সঙ্কেত। মোট ২৪৮ কেজি ওজন তোলেন তিনি। ১৩৩ কেজি স্ন্যাচে এবং ১৩৫ কেজি ক্লিন অ্যান্ড জার্কে। শেষ রাউন্ডে মাত্র এক কেজির জন্য সোনা হাতছাড়া হয় সঙ্কেতের। ফাইনাল রাউন্ডে মালয়েশিয়ার বিব অনিক তোলেন ২৪৯ কেজি। ২২৫ কেজি তুলে ব্রোঞ্জ পান শ্রীলঙ্কার দিলঙ্কা ইয়োডেজ।
কিন্তু পুরুষদের ৫৫ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে দ্বিতীয় প্রয়াসে ১৪১ কেজি তুলতে গিয়ে চোট পান ভারতীয় ভারোত্তোলক। ফলে অল্পের জন্য হাতছাড়া হয়ে যায় সোনা।