এক সপ্তাহ আগেই ইংল্যান্ড মহিলা দলকে হারিয়ে মুম্বাই টেস্ট জেতে ভারত মহিলা ক্রিকেট দল। এবার সেই জয়কেও ছাড়িয়ে গেল ওমেন ইন ব্লুরা। ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতল ভারত।
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮ উইকেটের বড় জয় পেল ভারতের মেয়েরা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৬ বছর ধরে ১১টি টেস্ট খেললেও কখনো জিততে পারেনি ভারত!
অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল প্রথম ইনিংসে টসে জিতে ৭৭.৪ ওভারে ২১৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে ভারত ৪০৬ রান তোলে। দলটির কোনো ব্যাটার সেঞ্চুরি না পেলেও অর্ধ শত রান করেন ৪ ব্যাটার।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৬১ রান তোলে। ভারতের ১৮৭ রানের লিড শোধ করে তারা ৭৪ রানের লক্ষ্য দেয় ভারতকে। ওই রান স্মৃতি মান্দানার ৩৮ রানের সুবাদে সহজে তুলে ফেলে ভারত।
১৯৭৬ সালে প্রথম টেস্ট খেলা ভারতীয় মহিলা ক্রিকেট দল এ পর্যন্ত খেলেছে ৪০ টেস্ট, জিতেছে ৭টি। ৫টি দেশের বিপক্ষে টেস্ট খেলে ভারতীয় মহিলা ক্রিকেট টিম এখনো জিততে পারেনি শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ভারত ৮ উইকেটে জিতে ২০১৪ সালে পর অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম টেস্ট হারের তেঁতো স্বাদ দিয়েছে ভারত।