অর্থনীতি দেশ

করোনাকালে শুধু বিনা টিকিটের যাত্রী ধরেই রেলের ভাড়ারে ১৪৪ কোটি!

গত বছরের মার্চ মাস থেকে দীর্ঘ সময় বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন পরিষেবা। শুধুমাত্র পণ্যবাহী ট্রেন ও পরিযায়ী শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন চালিয়েছে রেলমন্ত্রক। পরে আনলক পর্যায়ে কয়েকটি বিশেষ ট্রেন চলাচল শুরু হয়। আজও পুরোদস্তুর যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। তবুও বিনা টিকিটে ট্রেনে চাপা থামানো যায়নি। বিগত এক বছরে অর্থাৎ করোনাকালে সারা ভারতে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েছেন প্রায় ২৭ লাখ যাত্রী। এই পরিসংখ্যান দেখে চক্ষু চড়কগাছ খোদ রেল কর্তাদেরও।

সম্প্রতি উত্তরপ্রদেশের এক রেলযাত্রী তথ্যের অধিকার আইনে (RTI) জানতে চেয়েছিলেন এই সংক্রান্ত তথ্য। তিনি ভারতীয় রেল বোর্ডের কাছে RTI করে জানতে চান, বিনা টিকিটে ট্রেনে সফর করায় গত এক বছরে কতজনকে আটক করেছে রেল? পাশাপাশি জরিমানা বাবদ কত টাকাই বা আদায় হয়েছে এই কারণে। জবাবে রেল বোর্ড জানায়, ২০২০ সালের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত বিনা টিকিটে রেলে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েছেন প্রায় ২৭ লাখ যাত্রী। আর তাঁদের কাছ থেকে জরিমানা বাবদ রেলের ঘরে এসেছে ১৪৩.৮২ কোটি টাকা।

তাই পনেরো মাসেরও বেশি সময় ধরে ট্রেন চলাচলের এই টালমাটাল অবস্থাতেও এত সংখ্যক বিনা টিকিটের যাত্রী ধরা পড়ার ঘটনা রীতিমতো ভাবিয়ে তুলেছে ভারতের রেল বোর্ডকে। উল্লেখ্য, ২০১৯-২০২০ অর্থবর্ষে বিনা টিকিটে যাত্রা করে ধৃতের সংখ্যা ছিল ১.১০ কোটি। তাঁদের থেকে জরিমানা বাবদ রেলের আয় হয়েছিল ৫৬১.৭৩ কোটি টাকা। কিন্তু করোনার জেরে দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পরও বিপুল পরিমাণ যাত্রী যে বিনা টিকিটে ট্রেনে চড়েছেন সেটা এই পরিসংখ্যান থেকেই পরিস্কার।