দেশ লিড নিউজ

আজ থেকে দেশজুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা

আজ থেকে গোটা দেশে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। জানা গিয়েছে, ন্যায় সংহিতায় নতুন করে ২০টি অপরাধ চিহ্নিত করা হয়েছে। তারমধ্যে ৮৩টি অপরাধের ক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুন সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপতি মুর্মু। সেখানেই তিনি ভারতীয় ন্যায় সংহিতা চালু করার ঘোষণা করেন।

প্রথম থেকেই কেন্দ্র সরকারের দাবি, এতদিন পর্যন্ত আইনে সাজার কথা বলা ছিল। কিন্তু এবার নতুন আইনের মধ্যে দিয়ে সাধারণ মানুষ যাতে ন্যায় পান তার ভাবনা প্রকাশ পেয়েছে।

যদিও তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই নয়া আইন বাতিলের দাবি জানিয়ে আসছেন। এমনকি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আইন বাতিলের দাবিতে চিঠিও পাঠিয়েছিলেন। এই আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছিল। তবে যাবতীয় বিতর্কের মধ্যে সংসদের দুই কক্ষে তিন অপরাধমূলক আইনের বিল পাস হয়।